শুক্রবার, ২৬ মে, ২০২৩

খাওয়ার সময় কথা বলা কি হারাম?

আমাদের সমাজে প্রচলিত আছে যে, খাদ্য খাওয়ার সময় কোন কথা বার্তা বলা যাবেনা, এমনকি সালামের উত্তরও দেওয়া যাবেনা*।

*এটা নাকি অবৈধ (হারাম) অথচ এই ব্যাপারে  *সুস্পষ্টভাবে ক্বুরআনে  কোন আয়াত বা সহিহ্ সুত্রে কোন বর্ননা পাওয়া যায় না।* 

*তথাপি আমরা খাওয়ার সময় কথা বলা এবং সালামের উত্তর দেওয়া কে অবৈধ মনে করে থাকি।*

*কিন্তু এই ব্যাপারে একটি আরবী বাক্য প্রসিদ্ধ আছে সেটি হচ্ছে*

*لا سلام ولا كلام علي الطعام*

*অর্থাৎ:*খাওয়া অবস্থায় সালাম কালাম নেই* ।

*আর এই বাক্যের ব্যাপারে *আল্লামাহ্ আলবানী (রাহিমাহুল্লাহ) সহ অসংখ্য বিদ্দ্যানগন বলেছেন যে এটা হচ্ছে ভিক্তিহিন শরিয়তে এর কোন অস্তিত্ব নেই বরং এর বিপরীতে সহিহ্ সুত্রে হাদিস বর্নিত আছে যে রসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খাওয়া অবস্থায় কথা বলেছেন উদাহরণ স্বরূপ একটি হাদীস নিম্নে উল্লেখ করা হল,* 


*عَنْ جابِرِ بْنِ عَبْدِ اللهِ، أنَّ النَّبِيَّ ﷺ سَألَ أهْلَهُ الأُدُمَ، فَقالُوا: ما عِنْدَنا* *إلّا خَلٌّ، فَدَعا بِهِ، فَجَعَلَ* *يَأْكُلُ بِهِ، ويَقُولُ: «نِعْمَ الأُدُمُ *الخَلُّ، نِعْمَ الأُدُمُ الخَلُّ»*

*অর্থাৎ:* *জাবের বিন আব্দুল্লাহ (রাযি‍:) হতে বর্ণিত যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীগনের কাছে তরকারি চাইলেন, তো তিনারা বল্লেন যে আমাদের কাছে কিছুই নেই সিরকা ব্যাতিত তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতে বল্লেন তার পরে খেতে লাগলেন আর খাওয়া অবস্থায় বল্লেন যে সিরকা হচ্ছে পছন্দনীয় তরকারি সিরকা হচ্ছে পছন্দনীয় তরকারি ।*


*অত্র হাদিস প্রমান বহন করে যে খাওয়া অবস্থায় কথা বলা জায়েয (বৈধ)*

 

*খাওয়া অবস্থায় কথা বলা জায়েয এই সম্বন্ধে বিজ্ঞ আলেমগনের ফতওয়া ,*


*১: আল্লামাহ, আলবানী (রাহিমাহুল্লাহ) ( শরীত নং ১ / পৃষ্ঠা নং ১৫)*



*২: ইমাম নাবাবী (রাহিমাহুল্লাহ ) সহিহ্ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে (৭/ পৃষ্ঠা নং ১৪)*



*৩: আল্লামাহ ইবনে বায (রাহিমাহুল্লাহ ) কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে খাওয়া অবস্থায় কথা বলার বিধান কি ? তো তিনি উত্তরে বললেন যে*

*لا حرج في ذلك وقد تكلم النبي صلى الله عليه وسلم علي الطعام*ووعظ الناس علي الطعام وتحدث معهم علي الطعام فلا حرج في ذلك ولا بأس بذلك والحمدلله*

*অর্থাৎ: এতে কোন সমস্যা নেই কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া অবস্থায় কথা বলেছেন  এবং মানুষদের কে নসীহত করেছেন এবং তাঁদের সাথে  খাওয়ার সময় কথা বলেছেন এতে কোন সমস্যা নেই কোন দ্বিধা মত নেই , আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ।*



*৪: মিশরের দারুল ইফতায় যখন প্রশ্ন করা হয়*

*« ما حكم الكلام أثناء تناول الطعام؟». وأجابت الإفتاء بأن الكلام على الطعام مباح،*

*অর্থাৎ: খাওয়ার সময় কথা বলার বিধান কি ?*

*উত্তরে বলা হয়েছে যে খাওয়ার সময় কথা বলা মুবাহ্ অর্থাৎ জায়েয ।*


*এই লিখনী থেকে বুঝা গেল যে খাওয়ার সময় কথা বলা জায়েয ।*


*যখন কথা বলা জায়েয তাহলে সালামের উত্তরও দেওয়া যাবে এতে কোন সন্দেহ নেই।*

নিয়াযুদ্দিন 

ছাত্র জামিয়া সালাফিয়া বানারস (ইউপি) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের স্বলাতের বিধান ও তার বিভ্রান্তির নিরসন

আমাদের সমাজে *ঈদের স্বলাতের বিধান* সম্পর্কে যে মতটি প্রচলিত আছে সেটি হচ্ছে *সুন্নাতে মুয়াক্কাদা* আর এটা হচ্ছে *ইমাম শাফেয়ী* ( রাহিমাহুল্লা...