শুক্রবার, ২৬ মে, ২০২৩

স্বপ্ন দেখো আকাশ ছোঁয়া

প্রত্যেক মানুষ তার জীবনে কোনো এক আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়। এই আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে সে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায়।ঠিক তেমনি একজন আদর্শবান শিক্ষার্থী  শিক্ষা অর্জন করে নির্দিষ্ট একটা আশা ও স্বপ্ন নিয়ে। আর এই স্বপ্ন পূরণের জন্য দিবারাত্রী পরিশ্রম করে চলে। তার উচ্চআকাঙ্ক্ষা তাকে দমিয়ে রাখতে পারে না। সে সর্বদা তার সময় লেখাপড়া ও অধ্যয়নে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে যেহেতু সে জানে যে, বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করেও সালাফগণ ইলম অর্জনের জন্য কিভাবে সর্বস্ব লুটিয়ে দিয়ে সফল হয়েছেন।

আমরাও তার কিছু নমুনা দেখলে বুঝতে পারবো যে, তিনাদের স্বপ্ন কত উঁচু ছিল এবং তা পূরণের জন্য কিভাবে প্রচেষ্টা চালিয়েছেন।
◼️ ইমাম শাফেয়ী রহঃ অত্যন্ত গরীব ও ইয়াতীম ছিলেন। কিন্তু বাল্যকাল থেকেই ইলমের সাথে অগাধ ভালোবাসা ছিল সেই জ্ঞান অর্জনের খাতিরে যখন তিনি বাইরে বেরিয়ে পড়েন তখন তিনার নিকট খাতা ক্রয় করার সমানও কোনো কিছু ছিল না।
অতঃপর তিনি এক দোকানে গিয়ে লিখার কিছু কাগজ দান চাইলেন এবং  যা পড়তেন সেগুলো তাতেই লিখে নিতেন।( তারীখুল ইসলাম...
পরবর্তীকালে এই ব্যক্তিই হয়েছেন ভুবন বিখ্যাত বিদ্বান।
◼️ আবু হিলাল আসকারী বলেনঃ ভাষাবিদ সা'লাব এর ব্যাপারে বলা হয়ে থাকে যে, তিনি সবসময় নিজের কাছে বই রাখতেন। একদা এক এক ব্যক্তি তিনাকে নিমন্ত্রণ করলে এই শর্তে তার নিমন্ত্রণ কবূল করেন যে, তার জন্য কিছু জায়গায় ব্যবস্থা করে দিতে হবে যেখানে তিনি বই রেখে পড়াশোনা করতে পারবেন। (আল-হাস্সু আলা ত্বলাবিল ইলম্ পৃষ্ঠা 76)
এইরকম অসংখ্য উদাহরণ আছে যা দ্বারা এটাই বোঝা যায় যে, আমাদের সালাফগণ এক মাত্র নিজের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার জন্যই এতো কিছু করেছেন।
অতএব আমাদেরকেও আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে তা পূরণের জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে অনেক সমস্যা ও প্রতিকূলতা আসতেই পারে তবে তা দেখে বিচলিত হলে হবে না বরং স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে।
যদি স্বপ্ন দেখো ইমাম ইবনু তাইমিয়াহ হওয়ার তাহলে তা হতে না পারলেও অনেক উপরে উঠে যাবে।
কিন্তু যদি স্বপ্ন দেখো সাধারণ একজন বিদ্বান হওয়ার তাহলে তার চেয়ে বড় হতে পারবে না।

        তাওহীদুর রহমান।
         দাওয়াহ্ শেষ বর্ষ ।
             9733124468

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের স্বলাতের বিধান ও তার বিভ্রান্তির নিরসন

আমাদের সমাজে *ঈদের স্বলাতের বিধান* সম্পর্কে যে মতটি প্রচলিত আছে সেটি হচ্ছে *সুন্নাতে মুয়াক্কাদা* আর এটা হচ্ছে *ইমাম শাফেয়ী* ( রাহিমাহুল্লা...